হিন্দু ধর্ম অনুসারে অধিকাংশ ক্ষেত্রে অন্য ধর্মের মানুষের সাথে খওয়া নিষেধ , এক পাত্রে রান্না করা খাবার খাওয়া, খাবার পাত্র শেয়ার করা নিষেধ , এমনকি কখনো কক্ষনও এক ঘরে খাওয়াও নিষেধ । তাদের যদি সমস্যা হয় তাহলে তাদের জন্য আলাদা পাত্রে আলাদা ভাবে রান্নার ব্যাবস্থা, আলাদা ঘরে খাওয়া , আলাদা বাসন কোসনের ব্যাবস্থা করা যেতে পারে । কিন্তু হিন্দু অধিকারের নামে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে ক্ষুদ্রধর্মীয় তথা হিন্দু রিতি মেনে চলতে বাধ্য করা গুরুতর অন্যায় ও বাংলাদেশের সংবিধান পরিপন্থী আচারন । গুরুর মাংস নিষিদ্ধ করা , ভাড়া করা পাত্রে রান্না করার ঘোষণা এগুলি সবি সাম্প্রদায়িক উস্কানি ছাড়া আর কিছু না । এতে করে হিন্দু মুসলিম বিবেধ ও রেশারিশি বাড়বে , এভাবেই হিন্দু মুসলিম দাঙ্গার ক্ষেত্র সৃষ্টি করা হচ্ছে । যারাই এসব করছে তাদের হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা দেশের শান্তি বজায় রাখার জন্যে অপরিহার্য । গুরুত্বপুর্ন কথা হল ভারতের দাঙ্গা গুলো এভাবেই বাধানো হয়েছে ।

image